Sunday, April 28, 2024
No menu items!
spot_img
Homeপ্রবাসে বাংলাদেশবার্সেলোনায় বাংলাদেশীদের বর্ণাঢ্য আয়োজনে একুশে মেলা উদযাপিত

বার্সেলোনায় বাংলাদেশীদের বর্ণাঢ্য আয়োজনে একুশে মেলা উদযাপিত

লোকমান হোসেন,স্পেন থেকে :

অমর একুশে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্পেনের বার্সেলোনায় আয়োজিত হয়েছে একুশে মেলা। সম্মিলিত প্রবাসী বাংলাদেশিদের ব্যানারে একুশ উদযাপনের জন্য প্রদ্রো চত্ত্বরে প্রায় পাঁচ শতাধিক সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতা-কর্মীরা অস্থায়ী শহীদ মিনারে পূষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এ ছাড়াও দিনটি উদযাপন উপলক্ষে আয়োজন করা হয় নানা কর্মসূচির। আলোচনা সভা, শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, একুশে ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণীসহ বসানো হয় দেশীয় খাবারের ষ্টল।

২১শে ফেব্রুয়ারি বিকেল ৪টায় বাংলাদেশ দূতাবাস মাদ্রিদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শুরু হওয়া একুশে মেলার অনুষ্ঠানে একে একে বার্সেলোনা সিটি কাউন্সিল, স্পেন বাংলা প্রেসক্লাব, বাংলাদেশ সমিতি বার্সেলোনা, ঢাকা জেলা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, কমুনিদাদ দে বাংলাদেশ শান্তাকলমা, বিজনেস অ্যাসোসিয়েশন, কাতালোনিয়া আওয়ামীলীগ, বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন, বাংলাদেশ কালচারাল ইয়াং ফেডারেশন, শান্তাকলমা আওয়ামীলীগ, মুন্সিগঞ্জ বিক্রমপুর একতাবন্ধন, বার্সেলোনা আওয়ামীলীগ, ইআরসি বার্সেলোনা, ইআরসি শান্তাকলমা, বার্সেলোনা কমু, বন্ধু সুলভ বাংলাদেশ মহিলা সংগঠন, বিয়ানীবাজার জনকল্যান অ্যাসোসিয়েশন, আওয়ামী যুবলীগ কাতালোনিয়া, ইউকে সুপারমার্কেট, জুন্স পের কাতালোনিয়া, তিরাস পের বার্সেলোনা, জাতায়তাবাদী দল বিএনপি, শরিয়তপুর জেলা সংগঠন, ইয়ুথ বাংলা কালচারাল অ্যাসোসিয়েশন, জাতীয়তাবাদী যুবদল, মাদারীপুর জেলা সমিতি, বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাব, বার্সেলোনা কিংস ক্রিকেট ক্লাব, ভয়েস অব বার্সেলোনা, বাংলাদেশ মহিলা সমিতি, অ্যাসোসিয়েশন কুলতুরাল ই উমানেতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়া, বার্সেলোনা বাংলা স্কুল, কাসা এসিয়া পূষ্পস্তবক অর্পন করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব আলোচনা সভায় একুশে মেলার সমন্বয়ক লোকমান হোসেনের সভাপতিত্বে এবং আফাজ জনি ও কিসমার যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস মাদ্রিদের মিশন উপপ্রধান এটিএম আব্দুর রউফ মন্ডল। উপস্থিত ছিলেন বার্সেলোনা সিটি কাউন্সিল প্রধান আলবের্ত বাতিয়ে বাস্তারদাস, বার্সেলোনায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের অনারারি কাউন্সিলর রামন পেদ্রো, সিটি কাউন্সিলর ইভান পেরা, সংস্কৃতি বিষয়ক কাউন্সিলর সারা বেলবেইদা, সাবেক সংসদ সদস্য রবের্ট মাসি, আনা সুরা, বিভাগীয় কমিশনার এভা বাররো, ইমিগ্রেশন নেত্রী নুরিয়া কামস , এল রাভার নিউজের পরিচালক আলেগ্রিয়া খাবিয়ের, শান্তাকলমার বিভাগীয় কমিশনার সামুয়েল নুয়েস, কাউন্সিলর মুরিয়েল সানচেজ, প্রাদেশিক সরকারের সাবেক সাব-ডেলিগেট মন্সেরাত গারসিয়া, টট রাভালের পরিচালক ওস্কার এস্তেবান, রাভাল জোনের মসোস পুলিশের সাব-ইন্সপেক্টর কার্লোস কাবাস, গোয়ারদিয়া পুলিশ প্রধান আলকারাজ ক্যারিলো, কাছা এশিয়ার সংস্কৃতি সম্পাদক গায়েলি পাতিন লালই।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ। এ সময় অন্যানের মধ্যে বক্তব্য প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান ওয়াজির হাসান, কমিউনিটি নেতা আব্দুল বাসিত কয়সর, অ্যাসোসিয়েশন কুলতুরাল ই উমানিতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়ার সাধারণ সম্পাদক শফিক খান, বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি শিপলু নিয়াজী, বিজনেস ক্লাবের সভাপতি সাজিদুর রহমান, মহিলা সমিতির সভাপতি মেহতাব হক, বন্ধুসুলভ বাংলাদেশ মহিলা সংগঠনের সভাপতি শিউলি আক্তার, সিনিয়র সহ সভাপতি খাদিজা আক্তার মনিকা, ইআরসি নেতা এ কে আজাদ প্রমুখ।

আলোচনা অনুষ্ঠানের পরে বাংলাদেশের জনপ্রিয় গান ও নাচ নিয়ে রাজু গাজীর পরিচালনায় শুরু হয় সাংস্কৃতিক পর্ব। অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করেন অহনা দিবা, মঞ্জুরুল হাসান শুভ, ওমি রহমান ও বর্ষা। আবৃত্তি করেন দিলরুবা আফরোজ।

এরপর শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ পুরষ্কার তুলে দেন।

এছাড়া ক্রিকেট টুর্ণামেন্টের বিজয়ী খেলোয়াড়দের মধ্যে মেডেল, ম্যান অফ দ্যা ম্যাচ, রানার্সআপ ও চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষের দিকে একুশে মেলা সমন্বয়ক লোকমান হোসেন ও স্পেন বাংলা প্রেসক্লাবের উপদেষ্টা নুরুল ওয়াহিদ আয়োজক সহযোগী আফাজ জনি, শফিক খান, মিরন নাজমুল, মোহামেদ কামরুল, জাফার হোসাইন, নূরে আমিন টোকন, লায়েবুর রহমান, ছালাহ উদ্দিন, সালেহ আহমেদ, ফয়সল আহমেদ, জুয়েল আহমেদ, মোবিন খান, সায়মা ইসলাম, রাজিব হোসেনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সূত্রঃ আজকের বিনোদন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments