জার্মান প্রতিনিধিঃ গত শনিবার, ২০/০৭/২০২৪, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্টুটগার্ট শহরের ফাহিঙ্গেন রাথাউজপ্লাটসে বাংলাদেশি কমিউনিটি মানববন্ধন ও অবস্থান কর্মসূচির আয়োজন করেছিল। বাংলাদেশের ছাত্রকোটা আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করার জন্য, বাংলাদেশে ছাত্র/ছাত্রীদের উপরে সরকারের নিপিড়ণ ও বাংলাদেশে দেঢ় শতাধিক ছাত্র হত্যার প্রতিবাদে আয়োজিত এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে আনুমানিক ১৫০ জনের বেশী মানুষ অংশগ্রহণ করে। স্টুটগার্ট এর আশেপাশের শহর থেকেও অসংখ্য বাংলাদেশী ছাত্রছাত্রী এবং বিভিন্ন পেশার মানুষ তাঁদের সমর্থন জানাতে এই কর্মসূচীতে যোগ দেন। অংশগ্রহণকারীরা বাংলাদেশের ছাত্রদের দাবি এবং আন্দোলনের প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
ছাত্ররা দেশের আগামী দিনের ভবিষ্যৎ, তাই ছাত্রদের যৌক্তিক দাবী – কোটা নয়, মেধা অনুযায়ী নিয়োগ, ছাত্রদের উপর অবিলম্বে নির্যাতন বন্ধ এবং হত্যাকৃত ছাত্রদের বিচারের দাবীতে শান্তিপূর্ণ মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে উপস্হিত সকলে শ্লোগানে মুখরিত করে তোলে স্টুটগার্টের ফাহিঙ্গেন এলাকা।
ফাতেমা রহমান রুমা
জার্মান