এবি যুবপার্টিকে দেশের সংকটকালীন সময়ে ফিনিক্সের মত ভুমিকা পালন করতে হবে।যুব সমাজের সমস্যা সমাধান করে তাদেরকে যুবশক্তিতে পরিনত করতে হবে।
২ জুলাই ২০২৪, মঙ্গলবার সন্ধ্যায় যুবপার্টির ঢাকায় অবস্থানরত সদস্যদের নিয়ে পার্টির কার্যালয়ে ঈদ পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিপার্টির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক এ্যাড.তাজুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিপার্টির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল।যুবপার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাদীউজ্জামান খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনীতে সবার প্রতি শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন এবি যুবপার্টির আহবায়ক শাহাদাতুল্লাহ টুটুল।
প্রধান অতিথি বলেন,এবিপার্টি গতানুগতিক কোন রাজনৈতিক দল নয়,আমরা জনগনের ভাগ্যের দীর্ঘস্থায়ী পরিবর্তন করতে চাই।
তিনি আরো বলেন,ভিনদেশী আগ্রাসনে দেশের স্বাধীনতা,স্বার্বভৌমত্ব আজ ঝুকির সম্মুখীন। অন্যদিকে অনির্বাচিত,অর্বাচীন রাজনৈতিক নেতৃত্ব জনগনের ঘাড়ে চেপে বসেছে।
সমাজ ও রাষ্ট্র কে পরিবর্তন করতে যুবসমাজ কে ইতিবাচক রাজনৈতিক ভুমিকা করতে আহবান জানান।
বিশেষ অতিথি বলেন,ঈদের আনন্দ আজ চরমভাবে ভুলুন্ঠিত।ঘরে ঘরে হাহাকার।ঈদ আজ বিষাদে পরিনত হয়েছে।তাই আসুন সমাজ কে এমনভকবে সাজিয়ে তুলি যাতে সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারি।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মহানগর উত্তর যুবপার্টির আহবায়ক কৌশিক আহমেদ, সদস্য সচিব শাহিনুর আক্তার শীলা,দক্ষিণের সদস্য সচিব মাহমুদ আযাদ,মাসুদুর রহমান,শরীফুল ইসলাম,নাসির উদ্দিন গালিব,আব্দুল্লাহ আল মামুন,মিঠু,হারুন অর রশিদ,মাইনুর ইসলাম,কাজী ওমর ফারুখ,শাহীন,নার্গিস আক্তার,মামুনুর রশিদ,ফারজানা ইয়াসমিন,সুমন,আশরাফুল ইসলাম,ফিরোজ হোসেন।