Monday, November 25, 2024
No menu items!
spot_img
Homeবাংলাদেশএবি পার্টির ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল (এনইসি) বিশেষ অধিবেশন অনুষ্ঠিত

এবি পার্টির ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল (এনইসি) বিশেষ অধিবেশন অনুষ্ঠিত

আগামী ৩মে পার্টির ন্যাশনাল কনভেনশনের সিদ্ধান্ত গৃহীত

সিটিজেনস ভিউজ ডেস্কঃ ১৪ জানুয়ারী ২০২৪ইং রবিবার বিকাল চারটায় আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল (এনইসি)’র বিশেষ অধিবেশন পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এবি পার্টির আহবায়ক এএফএম সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে ও সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পার্টির যুগ্ম আহবায়ক প্রফেসর ডাঃ মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার, অ্যাডভোকেট তাজুল ইসলাম ও বিএম নাজমুল হক সহ এনইসি’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অধিবেশনের শুরুতেই স্বাগত বক্তব্যে সোলায়মান চৌধুরী বলেন, একটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে আওয়ামীলীগ রাষ্ট্রীয় ক্ষমতায় জেঁকে বসার পায়তারা করছে। মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রকে সামনে রেখে প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল হিসেবে জনগণের অধিকার প্রতিষ্ঠার আগ পর্যন্ত এবি পার্টি বসে থাকতে পারেনা। জনগণের মুক্তির লড়াই এবি পার্টিকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।

এজেন্ডা ভিত্তিক আলোচনায় পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এনইসির সামনে উপস্থাপন করেন। এসময় সদস্যরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর এবি পার্টির করনীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অধিবেশনে কনভেনশন বিষয়ক এজেন্ডা উপস্থাপন করেন এবি পার্টির যুগ্ম আহবায়ক আব্দুল ওহাব মিনার। তিনি বলেন, পার্টির সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও শৃঙ্খলাবদ্ধ করতে কনভেনশন বা জাতীয় কাউন্সিল জরুরি হয়ে পড়েছে। দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম বিস্তার করার লক্ষ্যে সদস্যরা আলোচনায় অংশ নেন। আলোচনা শেষে আগামী ৩মে জাতীয় কনভেনশন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় অ্যাডভোকেট তাজুল ইসলামকে আহ্বায়ক ,ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়া, আব্দুল্লাহ আল মামুন রানাকে সদস্য করে ‘অভ্যন্তরীণ নির্বাচন কমিটি ২০২৪’ গঠন করা হয়।

পরবর্তীতে সদস্যরা পার্টির আগামীর আন্দোলন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভাপতির সমাপনী ভাষনের মধ্য দিয়ে অধিবেশন সমাপ্ত করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments