ফাতেমা রহমান রুমা: ইংরেজি নববর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা সমিতির উদ্যোগে ফ্রাঙ্কফুর্টের একটি হোটেলের বল রুমে বাঙালি ঐতিহ্যের সমন্বয়ে পিঠা উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফ্রাঙ্কফুর্ট ও মানহাইম প্রবাসীরা যোগ দিয়ে পিঠা উৎসবকে সাফল্য মন্ডিত করে তোলেন। অনুষ্ঠানে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে গল্প ও পিঠা পসরা সাজিয়ে আনন্দঘন পরিবেশ গড়ে তোলেন। ইংরেজি নববর্ষে উপস্থিত সকলকে নারায়ণগঞ্জ জেলা সমিতির সভাপতি জনাব হাবিব সরকার শুভেচ্ছা জ্ঞাপন করেন। অনুষ্ঠানের উদ্যোক্তা জনাব শাহজাহান ইসলাম, ইকবাল হোসেন ও আমানউল্লাহ ইসলাম আগামীতে আরও ব্যাপক পরিসরে অনুষ্ঠান আয়োজন করার অঙ্গীকার ব্যক্ত করেন।
জার্মানিতে বসবাসরত নতুন প্রজন্মের কাছে নারায়ণগঞ্জের ঐতিহ্যকে তুলে ধরাই ছিল এই আয়োজনের অন্যতম একটি লক্ষ্য। আয়োজক কমিটি ভবিষ্যতে নারায়ণগঞ্জের বিশেষ দিকগুলো তুলে ধরে নতুন উদ্যোগে অনুষ্ঠান আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান পরিচালনা করেন দেলোয়ার হোসেন ঝন্টু ও পুনম। ইংরেজি নববর্ষ উপলক্ষে জার্মানির ফ্রাঙ্কফুর্টের বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা সমিতির সভাপতি জনাব হাবিব সরকার বলেন, ইংরেজি নববর্ষে প্রবাসী বাঙ্গালীদের উপস্থিতি একে অপরের সঙ্গে পরিচিতির পাশাপাশি ঐক্যবদ্ধ করেছে। ফ্রাঙ্কফুর্টের প্রবাসীরা একত্রিত হয়ে বিনোদন করার সুযোগে তিনি আনন্দিত। ভবিষ্যতে নারায়ণগঞ্জ জেলা সমিতি বাংলাদেশের বিভিন্ন জাতীয় উৎসবকে কেন্দ্র করে বাঙালি ঐতিহ্যের নানা উপকরণের সমন্বয়ে অনুষ্ঠানের আয়োজন করবে।