Sunday, June 23, 2024
No menu items!
spot_img
Homeপ্রবাসে বাংলাদেশফ্রাঙ্কফুর্টে হয়ে গেল বইমেলা ২০২৪, প্রকাশনা উৎসব ও সম্বর্ধনা অনুষ্ঠান

ফ্রাঙ্কফুর্টে হয়ে গেল বইমেলা ২০২৪, প্রকাশনা উৎসব ও সম্বর্ধনা অনুষ্ঠান

ফাতেমা রহমান রুমা (জার্মানি) ‘’নিস্বন সাহিত্য ও সাংস্কৃতিক ফোরাম’’ আয়োজিত ২৪ বছর আগে প্রবাসে ‘নিস্বন’ ত্রৈমাসিক বাংলা সাহিত্য পত্রিকার জন্ম। এই পত্রিকা জন্মের মূলে ছিলেন কয়েকজন প্রবাসী সৃজনশীল বাঙালি। পত্রিকাটি বিভিন্ন প্রতিকূলতা অতিক্রম করে প্রকাশিত হতে থাকে। প্রথম দিকে পরিচালনায় ছিল একটা সম্পাদক মন্ডলী। পরবর্তী সংখ্যাগুলো কবি শাহীন হাসানের সম্পাদনায় প্রকাশিত হতে থাকে।
নিস্বন পত্রিকাকে আশ্রয় করেই গড়ে উঠেছে আজকের ‘নিস্বন সাহিত্য ও সাংস্কৃতিক ফোরাম।

অনুষ্ঠানের প্রধান আয়োজক ছিলেন কবি শাহীন হাসান। বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসা পর্দাথবিদ প্রফেসর ড. গোলাম আবু জাকারিয়া ও দার্শনিক, কবি সমালোচক ড. প্রভু মজুমদার।

স্বাগত বক্তব্য রাখেন কবি শাহীন হাসান। তারপর কবি, দার্শনিক প্রভুমজুমদার, নিস্বন সম্পাদক সদস্য লেখক আনিস হক তাঁর মূল্যবান বক্তব্য রাখেন। স্বনামধন্য ফিল্মি মেকার শাহীন দিল রিয়াজ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

অমূল্য বক্তব্য রাখেন, জার্মানির সর্বোচ্চ বেসামরিক খেতাব ‘ফেডারেল ক্রস অব মেরিট’ পুরষ্কার জয়ী চিকিৎসা পদার্থবিদ প্রফেসর ড. গোলাম আবু জাকারিয়া।

অনুষ্ঠানে মোড়ক-উন্মোচন করেন প্রফেসর ড. গোলাম আবু জাকারিয়া ও ড. প্রভু মজুমদার। মোড়কউন্মোচন করা হয় তিনটি গ্রন্থের, মোট ছয়জন লেখকের বই এসেছিল মেলাতে। লেখকবৃন্দ, আসিফ হাসান, আবদুল্লাহ-আল-হারুন, ড.গোলাম আবু জাকারিয়া, আনিস হক, রঞ্জু সরকার ও শাহীন হাসান।

‘নিস্বন সাহিত্য ও সাংস্কৃতিক ফোরাম’ আয়োজিত কাব্য ও সংগীত সন্ধায় কবিতা আবৃত্তি করেন, হাফিজুর রহমান আলম, বাবুল তালুকদার, দেলোয়ার জাহিদ বিপ্লব।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন তাহমিনা ফেরদৌস, রিয়েল আনোয়ার, দেবাশীষ বাগচী, অভিজিত বিশ্বাস, নিম্মি কাদের। রঞ্জু সরকার। তবলায় ছিলেন অকিল শর্মা। সার্বিক উপস্থাপনায় ছিলেন ফাতেমা রহমান রুমা ও রাকিব উল্লাহ্।

ফাতেমা রহমান রুমা, ফ্রাংকফুট ,জার্মান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments